Sylhet Today 24 PRINT

জুলহাজ-তনয় হত্যার ঘটনায় ‘আনসারুল্লাহ সদস্য’ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০১৬

রাজধানীর কলাবাগানে এলজিবিটি কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয় হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শনিবার রাতে কুষ্টিয়া থেকে শরিফুল ইসলাম ওরফে শিহাব নামের ওই্ ব্যক্তিকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার।


প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কলাবাগানে ৩৫ উত্তর ধানমন্ডির বাড়ির দোতলার বাসায় ঢুকে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও দাতা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা ছিলেন। হত্যার সময় খুনিরা 'আল্লাহু আকবর' বলে স্লোগান দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আপন খালাতো ভাই ও ‘রূপবান’ নামক একটি পত্রিকার সম্পাদক। পত্রিকাটির সমকামি ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.