Sylhet Today 24 PRINT

গণজাগরণ মঞ্চের মশাল মিছিল শুক্রবার

নিউজ ডেস্ক |  ১২ মার্চ, ২০১৫

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর ও অভিজিৎ রায় হত্যার বিচারের দাবিতে শুক্রবার (১৩ মার্চ) গণঅবস্থান ও মশাল মিছিল করবে গণজাগরণ মঞ্চ।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কর্মসূচির কথা জানান।

তিনি জানান, আপিল বিভাগের যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সর্বোচ্চ সাজা বহাল রাখার পর থেকেই, তা দ্রুত কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চ প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগে গণঅবস্থান কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার এ কর্মসূচি পালন অব্যহত রাখবে মঞ্চ।

তিনি আরও জানান, গত ১৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের যুদ্ধাপরাধ মামলার পূর্ণাঙ্গ রায় ও ১৯ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করা হয় কিন্তু এরপর ১৫ দিনের বেশি সময় অতিবাহিত হলেও, এখন পর্যন্ত রায় কার্যকর করা হয়নি।

অন্যদিকে, অভিজিৎ রায় হত্যার ১৫ দিন অতিবাহিত হলেও, এখন পর্যন্ত খুনিদের গ্রেফতারে কোনো অগ্রগতি নেই। বিচার নিয়ে এ রকম দীর্ঘসূত্রিতা কোনোভাবেই কাম্য নয়।

কামারুজ্জামানের ফাঁসি কার্যকর এবং অভিজিৎ হত্যার খুনিদের শনাক্তকরণ ও বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মঞ্চের পক্ষ থেকে তিনি দাবি জানান।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষকে শুক্রবারের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.