Sylhet Today 24 PRINT

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৬

আজ (সোমবার) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার (৭ মে) থেকে শুরু হবে রোজা। রোজা শুরুর দিন সুনির্দিষ্ট করতে সন্ধ্যায় ডাকা হয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। 

সিদ্ধান্ত হলে রাতে এশার নামাজের পর তারাবির নামাজ পড়ার মধ্য দিয়ে রোজার প্রস্তুতি শুরু করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। শেষরাতে সেহরি খেয়ে শুরু হবে রোজা রাখা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির এ বৈঠক বসছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বেশ অঞ্চলে সোমবার থেকে রোজা রাখতে শুরু করেছেন অনেক মুসল্লি।

চাঁদ দেখার ঘোষণা দিয়ে সোমবার থেকে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। একইভাবে চাঁদ দেখা যাওয়ার কথা জানিয়ে রমজান শুরুর কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকারও। 

মধ্যপ্রাচ্যের অনান্য দেশেও সৌদি আরবের মতো সোমবার রোজা শুরু হয়েছে বলে জানিয়ে ওই অঞ্চলের সংবাদ মাধ্যম।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রের মুসলমানরাও সোমবার থেকে রোজা রাখা শুরু করেছে। রোজার প্রস্তুতি হিসেবে সেখানে সব মসজিদে রোববার রাতে তারাবি নামাজও আদায় করেছেন মুসলমানরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.