Sylhet Today 24 PRINT

রমজানে সিএনজি স্টেশন ৭ ঘণ্টা বন্ধ থাকছে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৬

রমজানে দৈনিক সাত ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকেল ৩টা থেকে রাত ১০টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন।

বর্তমানে সিএনজি স্টেশন বন্ধ কার্যকর রয়েছে দৈনিক ৪ ঘণ্টা (বিকেল ৫টা থেকে রাত ৯টা)।

সোমবার (৬ জুন) সকালে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুতের উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহ বাড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে, সিএনজি ফিলিং স্টেশন সাত ঘণ্টা বন্ধ থাকলেও রমজানে বাসাবাড়িতে গ্যাস সংকট থাকবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিয়তা দিতে পারেননি বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে কিছুটা সংকট হতে পারে।

 
রমজানে বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত বছরের চেয়ে এ বছর বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে। শতভাগ লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে। হয়তোবা নাও হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.