Sylhet Today 24 PRINT

সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত আটক ৩৭ জঙ্গি : দাবি পুলিশের

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৬

শুক্রবার শুরু হওয়া পুলিশের সাঁড়াশি অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ৩৭ জঙ্গিকে।

আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এ ৩৭ জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান। অভিযান আজও চলছে। সব মিলিয়ে আটক সংখ্যা হাজার ছাড়িয়েছে।

কামরুল আহছান জানিয়েছেন, আটক ৩৭ জনের ২৭ জন জেএমবি সদস্য আর ৭ জন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) সদস্য। বাকি ৩ জন অন্যান্য সংগঠনের।

পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরো জানিয়েছেন, এই ৩৭ জনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সক্রিয়ভাবে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল, স্যুটার গান ও ৫শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।

এদিকে যে হত্যাকাণ্ড ঘিরে এই সাঁড়াশি অভিযান শুরু সেই মিতু হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.