Sylhet Today 24 PRINT

বাগেরহাটে ‘আইএস’ পরিচয়ে পুরোহিতকে হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৬

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় শ্রীবাস চক্রবর্তী (৪৫) নামের এক পুরোহিতকে মোবাইল ফোনে আইএস পরিচয়ে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

হুমকির কথা উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি-জিডি করেছেন পুরোহিত। এরপর তার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মোড়েলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম।

শ্রীবাস চক্রবর্তী বরিশালের মুলাদী উপজেলার মুলাদী গ্রামের শুনিল কুমার চক্রবর্তীর ছেলে। তিনি গত ছয় বছর ধরে মোরেলগঞ্জের শ্রী গুরু আশ্রমে পুরোহিতের দায়িত্ব পালন করছেন।

জিডিতে শ্রীবাস চক্রবর্তী উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ০১৭৪৬-৮৪৪৫৪৯ নম্বর থেকে তার মোবাইলে ফোন করে এক ব্যক্তি।

কথোপকথনের এক পর্যায়ে ফোনদাতা নিজেকে আইএস সদস্য পরিচয় দিয়ে পুরোহিতকে জীবন বাঁচাতে সাবধানে চলাফেরা করতে বলেন।

মোড়েলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, হুমকির ঘটনায় পুরোহিতের নিরাপত্তার জন্য পুলিশি টহল ও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনা খতিয়ে দেখতে হুমকিদাতার মোবাইল ফোন নম্বরটির অবস্থান সম্পর্কে জানার চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.