Sylhet Today 24 PRINT

বিশ্বশান্তি সূচকে বাংলাদেশের অগ্রগতি

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৬

বিশ্বশান্তি সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

২০১৬ সালের সূচকে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৩তম। ২০১৫ সালের সূচকে বাংলাদেশ ছিল ৮৪তম।

জরিপটি করেছে অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস’।

এবার শান্তিপূর্ণ দেশের তালিকায় সবার ওপরে আছে আইসল্যান্ড। এর পরই আছে যথাক্রমে ডেনমার্ক, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, পর্তুগাল, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, কানাডা, জাপান ও স্লোভেনিয়া।

অন্যদিকে তালিকার একেবারে তলানিতে আছে সিরিয়া (১৬৩তম)।

সিরিয়ার উপরে আছে দক্ষিণ সুদান, ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইউক্রেন, সুদান ও লিবিয়া।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ ভুটান। এর পরেই আছে যথাক্রমে নেপাল ও বাংলাদেশ। তালিকায় এর পরে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।

উল্লেখ্য, সমাজে বিরাজমান সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতাসহ ২২টি বিষয় মূল্যায়ন করে এই সূচক করা হয়। সূত্র : ভিশন অব হিউম্যানিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.