Sylhet Today 24 PRINT

পাওনাদারের ভয়ে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহনন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ায় ঋণের টাকা শোধ দিতে না পারায় পাওনাদারের হাতে নির্যাতনের ভয়ে কমলা খাতুন (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২২ জুন) দিবাগত রাতে শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

মৃত কমলা খাতুন শহরের ইসলামপাড়ার ফরজ আলীর স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে প্রতিবেশী আঙ্গুরা খাতুনের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ‌ঋণ নেন কমলা খাতুন। এ ঋণের টাকা শোধের মেয়াদ পূর্ণ হতে না হতেই টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন পাওনাদার আঙ্গুরা। একপর্যায়ে বুধবার সন্ধ্যায় কমলাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান আঙ্গুরা।

নিহতের স্বামী ফরজ আলীর অভিযোগ, কমলাকে ডেকে নিয়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন আঙ্গুরা। এ কারণেই তার স্ত্রী বাড়ি ফিরে ঘরের চালার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বামী ফরজ আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.