Sylhet Today 24 PRINT

লিফট ভেঙ্গে উদ্ধার বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রীসহ ৯ জনকে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৬

রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের লিফট ভেঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনের টকশো শেষে নামার সময় লিফটে আটকা পড়েছিলেন তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লিফট ভেঙ্গে তাদের উদ্ধার করেন।

দুই প্রতিমন্ত্রী ছাড়াও এসময় একুশের রাত টকশোর উপস্থাপক অঞ্জন রায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও), পলকের দুজন এপিএস, জাহাঙ্গীর নামের একজন সুপারভাইজার, প্রযোজক ফারুক এবং কৃষিবিদ দেবু ভট্টাচার্য লিফটের ভেতর ছিলেন।

জানা গেছে, ওই সময় লিফটের ম্যাগনেট ফেল করেছিল। এতে ৭তলা থেকে নিচে নেমে বের হতে পারছিলেন না তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভোজন সরকার জানান, ভবনের কর্মীরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আটকা পড়াদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.