Sylhet Today 24 PRINT

টিভিতে লাইভ সম্প্রচার বন্ধ করুন: র‌্যাব ডিজি

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৬

ফাইল ছবি

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলার ঘটনা মিডিয়ায় সরাসরি সম্প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, যারা ভেতরে আটকে আছেন তাদের নিরাপত্তার স্বার্থে আপনারা টিভিতে লাইভ সম্প্রচার বন্ধ করুন। আমরাই আপনাদের নিয়মিত আপডেট দেব। সেই তথ্যই আপনার প্রচার করুন। অনেকেই টিভি দেখছেন। লাইভ আপডেট চলতে থাকলে আমাদের উদ্ধার অভিযানে সমস্যা হতে পারে। 

তিনি আরো বলেন, এটি একটি স্প্যনিশ রেস্টুরেন্ট, এখানে সন্ধ্যার পর অনেকেই খেতে আসেন। তাদের জীবন আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। অস্ত্রধারী যারা ভেতরে প্রবেশ করেছেন তাদের সাথেও আমরা কথা বলতে চাই। 

তিনি জানান, রেস্টুরেন্টের কর্মচারীরা বাইরে বেরিয়ে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। আহতদের বিষয়ে আলাদা ব্রিফ করা হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পিসফুলি আমরা ব্যাপারটি রিজলভ করতে চাই। আপনাদের সমর্থন কামনা করছি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.