Sylhet Today 24 PRINT

আমাদের উপর আস্থা রাখুন, বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উপর আস্থা রাখুন। ত্রিশ লক্ষ শহীদ বিনিময়ে অর্জিত বাংলাদেশ থেকে আমরা জঙ্গি নির্মুল করবোই।

শনিবার সন্ধ্যায় গণভবন থেকে জাতির উদ্দেশে ভাষণে এমনটি বলেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতের গুলশান হামলার প্রেক্ষিতে এ ভাষণ দেন প্রধানমন্ত্রী।

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বিপথগামী সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জঙ্গিদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে হত্যা করে কি অর্জন করতে চান আপনার? শান্তির ধর্মের নামে হত্যা করে ইসলামকে কলুষিত করবেন না, বলেন প্রধানমন্ত্রী। এসময় নিজেদের সন্তানরা যাতে বিপথগামী না হয় অভিভাবকদের এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান শেখ হাসিনা।

গুলশানের হামলা ঘটনায় নিহতদের স্মরণে দুইদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.