Sylhet Today 24 PRINT

হামলাকারীরা জেএমবি : আইজিপি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৬

গুলশানে হামলাকারীরা সবাই জেএমবি সদস্য বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তবে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে তাদের যোগাযোগ থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আইজিপি রোববার (৩ জুলাই) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশ কনস্টেবল ও মাইক্রো বাসচালককে দেখার পর সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

গত শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন ও প্রদীপ চন্দ্র দাস এবং মাইক্রো বাসচালক আব্দুর রাজ্জাক আহত হন। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আইজিপি বলেন, হামলাকারীরা জেএমবি সদস্য। তবুও বিষয়টি তদন্ত করে দেখছি। এ ধরনের হামলা যাতে না হয় তার বিষয়ে আমরা সজাগ রয়েছি। এ বিষয়ে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই অপরাধীদের নামের তালিকা ছিল আমাদের কাছে। তারা বিভিন্ন সময় নাম পরিবর্তন করে অপরাধ কর্মকাণ্ড চালাতেন বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, হামলার আগাম কোনো গোয়েন্দা খবর ছিল না। তবে হামলার পর আমরা খবর পেয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.