Sylhet Today 24 PRINT

জঙ্গি দমনে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৬

গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার প্রেক্ষিতে বাংলাদেশকে সন্ত্রাস দমনে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র

আজ রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি জানান বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সময় বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতিও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জন কেরি বলেন, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে বাংলাদেশকে যেকোনো ধরনের সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে জন কেরিকে বলেন, অনুসন্ধানমূলক তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।

প্রধানমন্ত্রী তাঁকে আরো জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য তাঁর সরকার পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ইউনিট’ গঠন করেছে। সব সময় বাংলাদেশের পাশে থাকার জন্য জন কেরিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত শুক্রবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর সেকশনে অবস্থিত স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসান বেকারিতে হামলা চালায় সন্ত্রাসীরা। সেখানে তারা দেশি-বিদেশিদের জিম্মি করে রাখে। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে রাতেই নিহত হন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন এবং গোয়েন্দা বিভাগের এসি রবিউল ইসলাম। এ সময় আহত হন অর্ধশতাধিক পুলিশ সদস্য।

গতকাল শনিবার সকালে জিম্মিদের উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযান শেষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী জানান, গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁ থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের সবাইকে গত শুক্রবার রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়। জীবিত আটক করা হয় একজনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.