Sylhet Today 24 PRINT

আইএসপন্থী টুইটার অ্যাকাউন্ট ফলো করতো নিব্রাস

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

গুলশানের রেস্তোরাঁয় 'হামলাকারী' নিব্রাস ইসলাম যুক্তরাজ্যের চরমপন্থী নেতাসহ জঙ্গি সংগঠন আইএসের প্রচারণা চালানো টুইটার অ্যাকাউন্ট ফলো করতো। যৌথাবাহিনীর অভিযানে নিহত হয় নিব্রাস। পরে আইএস ও পুলিশ হামলাকারী হিসেবে তার ছবি প্রকাশ করে।

হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে নিব্রাসসহ অন্যান্য হামলাকারীদের ছবি। এ সময় তার বন্ধু ও পরিচিত জনরা শনাক্ত করে তাদের কয়েকজনকে। তাদের মধ্যে নিব্রাস একজন।

নিব্রাস তার টুইটার অ্যাকাউন্টটি চালু করে ২০১৪ সালের অক্টোবরে। সেখানে এ পর্যন্ত তিনি টুইট করেছেন আটটি। টুইটারে তাকে ফলো করেন ১৪৪ জন। সে নিজে ফলো করে ১২ জনকে।

ওই ১২ জন জনের মধ্যে ব্রিটেনে নিষিদ্ধ সংগঠন আল মুজাহিরুনের প্রধান আনজিম চৌধুরী রয়েছেন। এছাড়া তিনি আইএসপন্থী প্রচারণা চালানো অ্যাকাউন্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী হিসেবে চিহ্নিত 'শামি উইটনেস'সহ আরও বেশ কয়েকটি সন্দেহজনক টুইটার অ্যাকাউন্ট ফলো করতেন।

এতে ধারণা করা হচ্ছে, নিব্রাস আগে থেকেই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.