Sylhet Today 24 PRINT

গুলশানে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে  রাখা কফিনগুলোতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর কফিনে ভারতীয় হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, জাপান ও ইতালির রাষ্ট্রদূত শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর নিহত বাংলাদেশি পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি দূতাবাস, আওয়ামী লীগ, ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

দুপুর ১২টা পর্যন্ত এই শ্রদ্ধা অনুষ্ঠানে সর্বস্থরের জনগণও অংশ নিতে পারবেন।

নিহতদের মধ্যে রয়েছেন  ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক, বাংলাদেশের তিনজন।

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারীরা। পরে শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় যৌথবাহিনী।  এ সময় তারা ২৬ জনের মরদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করে তারা।

এর আগে রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দীন হামলাকারীদের বোমার স্প্লিন্টারে নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.