Sylhet Today 24 PRINT

\'পৌঁছে দেব শেষ ঠিকানায়, সময় তোর শেষ\'

কাফনের কাপড় পাঠিয়ে আওয়ামী সমর্থক পরিবারের ৩ ভাইকে হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

'পৌঁছে দেব শেষ ঠিকানায়, সময় তোর শেষ'- এমন হুমকি দিয়ে সাতক্ষীরার একটি পরিবারের তিনজন সদস্যকে হুমকি দেয়া হয়েছে।

পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন।

উড়ো চিঠিতে দেয়া এ হুমকির সঙ্গে খামের মধ্যে এক টুকরো কাফনের কাপড়ও পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের ওই পরিবারটি আতংকে রয়েছে।

ব্রম্মরাজপুর ইউপি সদস্য এমআর মিঠু জানান, রোববার রাতে কে বা কারা একটি সাদা খামে হাতে লেখা চিঠি তার ছোট ভাই মনিরুজ্জামান তুহিনের বাড়ির গেটে ফেলে রেখে যায়।

তুহিন সাবেক যুবলীগ নেতা। বর্তমানে সাতক্ষীরায় 'অন্তর মাল্টিমিডিয়া ও কমপিউটার' নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক।

তাদের চার ভাইয়ের মধ্যে তৃতীয় এমআর মিঠু ব্রহ্মরাজপুর ইউপির সদস্য এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

চিঠির নিচে তাদের চার ভাইয়ের তিনজন তুহিন, মিঠু ও বাবুর নাম উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ভাই বাবুর পুরো নাম আবদুর রহিম বাবু। তিনিও একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক ও আওয়ামী লীগকর্মী।

মিঠু বলেন, আমাদের নাস্তিক ও পুলিশের দালাল বলে গালাগাল করা হয়েছে। ৫ জানুয়ারিতে ভোট দেয়ার বিষয়টিকে অন্যায়ের চোখে দেখে হুমকি দেয়া হয়েছে।

এ ছাড়া ২০০৮ সালের ৩০ ডিসেম্বরের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান বাবুর প্রসঙ্গ টেনে নির্বাচনী প্রচারের লক্ষ্যে তাকে একটি ঘর দেয়ার জন্যও হুমকি দেয়া হয়েছে।


তিনি আরও জানান, 'আমরা মানুষের নামে মামলা দিয়েছি বলে হুমকি দিয়েছেন চিঠির লেখক। বলা হয়েছে, তোদের দিন শেষ। তোদের মৃত্যু ঘোষণা করা হল।'

বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মিঠু নিজের ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি করেন।

সদর থানার ওসি এমদাদ শেখ জানান, তিনি মৌখিকভাবে অভিযোগটি পেয়েছেন। উড়ো চিঠিসহ লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.