Sylhet Today 24 PRINT

গুলশানে আবার বোমাতঙ্ক

সিলেটটুডে ডেস্ক  |  ০৫ জুলাই, ২০১৬

গুলশান-১ নাভানা টাওয়ারের বিপরীত দিকে ১০ তলা ভবন শান্তা গার্মেন্টসের সামনে পরিত্যক্ত একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।

পরে থানা পুলিশ, র‌্যাব ও বোমা ডিস্পোজাল টিম ঘটনাস্থল থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে দেখা যায় তা সুতা এবং স্কচটেপ দিয়ে মোড়ানো।

গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম এ সব তথ্য জানিয়ে বলেন, ব্যাগটি উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান স্প্যানিশ রেস্টুরেন্টে একদল সশস্ত্র যুবক অতর্কিত ভাবে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে দেশি-বিদেশি প্রায় ২৮ জনকে নিরীহ মানুষকে জিম্মি করে।

রাতভর উৎকণ্ঠার পর সকাল সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব সম্মিলিত সামরিক দল। সাড়ে ১২ মিনিটের এ অভিযানে অভিযানে এক জাপানি ও দুই শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। তাদের গুলিতে নিহত হয় ৬ জঙ্গি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.