Sylhet Today 24 PRINT

ঈদের ছুটিতে সাময়িক বন্ধ রেখে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তা পর্যবেক্ষণ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৬

ফাইল ছবি

ঈদের কারণে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ৬ দিনের ছুটিতে রয়েছে। সাময়িক এই বন্ধ থাকাকালীন ট্রেনটির নিরাপত্তা পর্যবেক্ষণও করা হবে বলা জানা গছে। 

সংবাদসংস্থা এএনআই এক খবরে বলা হয়েছে  নিরাপত্তাজনিত কারণে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সাময়িক বন্ধ রাখার বিষয়ে ভারত বা বাংলাদেশ রেলওয়ে কিছু জানায় নি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৈত্রী এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ থাকবে তবে ঈদের ছুটির পর যথারীতি এই সেবা আবার চালু হবে"।



এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ট্রেন সার্ভিসে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে ট্রেন সার্ভিস আপাতত বন্ধ রাখার অনুরোধ করা হয়। সেই অনুরোধ রেখেই সাময়িকভাবে সার্ভিস বন্ধ রাখা হচ্ছে। তবে পূর্বাঞ্চল রেলওয়ে জানিয়েছে, অন্য কোন কারণ নয় কেবল ঈদের জন্যই সাময়িক বন্ধ রয়েছে মৈত্রী যাতায়াত।


বর্তমানে দুই দেশের মধ্যে সপ্তাহে ছয়দিন চলাচল করে এই ট্রেনটি। মঙ্গলবার থেকে ৬ দিনের ঈদের ছুটিতে থাকার পর ফের ট্রেনটির চলাচল শুরু হবার কথা। এই সময়ের মধ্যে নিরাপত্তাও পর্যবেক্ষণ করা হবে।

উল্লেখ্য মৈত্রী এক্সপ্রেসই হল বাংলাদেশের মাটি থেকে ছাড়া একমাত্র আন্তর্জাতিক ট্রেন, যেটি সরাসরি অন্য রাষ্ট্রে গিয়ে পৌঁছায়। ২০০৮ সালের এপ্রিল-এ যাত্রা শুরুর পর থেকেই এই ট্রেনটি কলকাতা (চিৎপুর) স্টেশন থেকে ছেড়ে সোজা চলে যায় বাংলাদেশের রাজধানী ঢাকায়। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত এর যাত্রাপথ প্রায় ৩৭৫ কিলোমিটার। ঢাকায় পৌঁছতে সময় লাগে ১০ থেকে ১১ ঘন্টা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.