Sylhet Today 24 PRINT

জঙ্গিদের জামিন প্রদানে কঠোর হতে আইনমন্ত্রীর আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০১৬

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে। তিনি জঙ্গিদের জামিনের বিষয়ে সব দিক বিবেচনায় নিতে বিচারকদের প্রতি আহ্বান জানান।

রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহকারী জাজদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'জঙ্গিবাদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই। প্রচলিত আইনেই এই জঙ্গিদের বিচার সম্ভব।'
তিনি আরো বলেন, 'বিভিন্ন সময়ে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়া হচ্ছে।'

এক সপ্তাহের ব্যবধানে গুলশান ও শোলাকিয়ায় দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে জঙ্গিরা জামিনে বের হয়ে এসে ফের একই কাজে জড়িয়ে পড়ছে।

সাম্প্রতিক জঙ্গি হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা অপরাধ করছে, তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় আসেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.