Sylhet Today 24 PRINT

পিস টিভি বন্ধের আনুষ্ঠানিক আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুলাই, ২০১৬

ভারতের বিতর্কিত ইসলামি বক্তা জাকের নায়েক পরিচালিত পিস টেলিভিশের বাংলাদেশে সম্প্রচার বন্ধে আনুষ্ঠানিক আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

সোমবার (১১ জুলাই) সকালে এই আদেশ জারির খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে রোববার আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রীসভা কমিটির বৈঠকে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের সিদ্ধান্ত আসার সাথে সাথেই অবশ্যই সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেবল অপারেটররা বিতর্কিত এই চ্যানেল বন্ধ করে দেন।

জঙ্গিবাদে উৎসাহ যোগানোর অভিযোগে বাংলাদেশে বিতর্কিত 'ইসলামী চিন্তাবিদ' জাকির নায়েক পরিচালিত 'পিস টিভি'র সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

বাংলাদেশে গুলশানে জঙ্গি হামলায় অংশগ্রহণকারী একাধিক জঙ্গি জাকির নায়েক ও পিস টিভির মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন বলে গণমাধ্যমে প্রকাশ। এরপর পিস টিভি বন্ধের দাবি উঠে বিভিন্ন মহলের পক্ষ থেকে।

ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী জাকির নায়েকের পিস টিভির ভারতেও বৈধ কোন লাইসেন্স নেই। ২০১২ সালের ৬ ডিসেম্বর এ টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.