Sylhet Today 24 PRINT

জঙ্গি হামলায় নয়, ঈদের টানা ছুটিতেই ক্ষতি হয়েছে বেশি

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জঙ্গি হামলায় নয়, এবারের ঈদে যে টানা ১০ দিনের ছুটি হয়েছে, তাতেই অর্থনীতির বেশি ক্ষতি হয়েছে। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন।

সোমবার সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

ওয়াশিংটন পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলায় গার্মেন্ট শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে বলে খবর প্রকাশ করে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘টোটালি রাবিশ। এরকম ঘটনা যে কোনো দেশেই তো হতে পারে। আমেরিকায়ও তো এরকম ঘটে।’ 

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে হাসতে হাসতে মন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলায় অর্থনীতির কোনো ক্ষতি হয়নি, উপরন্তু এবারের ঈদে যে টানা ১০ দিন ছুটি ছিল তাতেই অর্থনীতির বেশি ক্ষতি হয়েছে।’ 

দেশীয় শিল্প প্রতিনিধিরা এটা নিয়ে চিন্তিত বলে সাংবাদিকরা পুনরায় দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’ 

পরিবারে পিতা-মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক গভীর করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, এতে তরুণরা সহজে বিপথগামী হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.