Sylhet Today 24 PRINT

মোটরসাইকেলে ওঠানো যাবে না শিশুদের

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৬

ঢাকায় মোটরসাইকেল আরোহীদের ৯৫% হেলমেট পরেন না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোটরসাইকেলে দুই জন আরোহীর বেশি থাকবে না এবং আরোহীদের অবশ্যই হেলমেট পরতে হবে। নির্দেশনাটি আমরা আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কঠোর হতে যাচ্ছি।
 
সোমবার সচিবালয়ে এক সভার পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না। এখানে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে ওঠে। এটি খুবই বিপদজনক, বিষয়টা কঠোরভাবে দেখতে হবে।’
 
ফিটনেসহীন যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল, এমআরটি, বিআরটি করে কোনো লাভ হবে না, পুরো পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা রয়েছে। সড়কে শৃঙ্খলা আমাদের চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.