Sylhet Today 24 PRINT

‘জঙ্গিদের জয়ী হতে দেয়া হবে না’

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৬

ঢাকায় সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, ‘জঙ্গিদের কোনোভাবেই জয়ী হতে দেয়া হবে না। জঙ্গি দমনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সোমবার বিকেল সোয়া ৪টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নিশা।  

এর আগে বিকেল সোয়া ৩টায় সচিবালয়ে পৌঁছান নিশা। এর পর সাড়ে ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুলশানে হামলা পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় মিলিত হন তিনি।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে জঙ্গি দমন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। প্রয়োজন অনুযায়ী সহযোগিতা চাওয়া হবে।’

প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেছেন। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে দ্বিতীয় বৈঠকে অংশ নিয়েছেন এশিয়াভিত্তিক এই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.