Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধীদের বরাদ্দ দেয়া প্লট বাতিল: গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০১৬

বিএনপি-জামায়াত সরকারের সময় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের নামে বরাদ্দ দেয়া সরকারি প্লট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার (১৩ জুলাই) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে মন্ত্রী বলেন, "সরকার যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দ হওয়া প্লট বাতিল করেছে"।

উল্লেখ্য, ২০০১-২০০৬ বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন মন্ত্রী হিসেবে রাজধানীতে প্লট বরাদ্দ পান মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এই দুজনেরই মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নামে রাষ্ট্রীয়  বরাদ্দ বাতিলের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.