Sylhet Today 24 PRINT

সঙ্কট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জরুরি: সম্পাদক পরিষদ

অনলাইন ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৬

দেশের বর্তমান সঙ্কট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করে সম্পাদক পরিষদ।

বুধবার ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের সভা শেষে এক বিবৃতিতে একথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, 'সম্পাদক পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, একটি প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক অপশক্তি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের সুগভীর চক্রান্তে লিপ্ত। চরম নৃশংসতায় নিরীহ মানুষ হত্যা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে বহির্বিশ্বে ভুল বার্তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।'

এতে বলা হয়, 'গুলশানে অনেক বিদেশি নাগরিকসহ বেশকিছু তরুণ ও পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ঈদের দিন শোলাকিয়ায় নিহত হয়েছেন একাধিক মানুষ। তাদের সকলের স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।'

এই গভীর সংকট থেকে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি পরিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বাড়াতে হবে— উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'সম্পাদক পরিষদ মনে করে, বর্তমান সঙ্কট মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।'

সভায় উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক আজাদী সম্পাদক ম এ মালেক, সংবাদ সম্পাদক (ভারপ্রাপ্ত) খন্দকার মুনিরুজ্জামান, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ইন্ডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.