Sylhet Today 24 PRINT

জঙ্গিদের জামিন ঠেকাতে কো-অর্ডিনেশন সেল গঠনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৬

জঙ্গিদের জামিন ঠেকাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও পাবলিক প্রসিকিউটদের কার্যালয়ের সঙ্গে তথ্য বিনিময়ের জন্য একটি সমন্বয় সেল গঠনের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, এ ধরনের সেল শুধু থাকলেই হবে না, তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থাও থাকতে হবে।

মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

জঙ্গিরা আইনের ফাঁকফোকরে বেরিয়ে যাচ্ছে—সম্প্রতি এমন সংবাদ অনেক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, 'জামিন পেয়ে যাওয়ার ব্যাপারে একটি কো-অর্ডিনেশন সেল থাকা দরকার। যারা জঙ্গি, কম্পিউটারে তাদের নাম থাকা উচিত। সেই কম্পিউটার প্রত্যেক জেলায় যারা আইন কর্মকর্তা (পিপি) আছেন, তারা যাতে বোতাম টিপলেই সেসব নাম পেয়ে যান। আমার অফিসেও এটা থাকা উচিত, যাতে বোতাম টিপলেই আমি কোন জেলায় সন্ত্রাসী মামলায় কে কে আছে এবং তাদের জামিন কখন হয়েছে বা তাদের জামিন আবেদন কখন করা হয়েছে, তা জানতে পারি।'

তিনি বলেন, 'এ ব্যাপারে ইনফরমেশন টেকনোলজির যতো অ্যাপ্লিকেশন হবে, ততো এটা আরও গতিশীল হবে। আর সেই সেলকে শুধু ঘরে বসে থাকলে হবে না, তাদের অনবরত যোগাযোগ করতে হবে।'

অ্যাটর্নি জেনারেল বলেন, 'জঙ্গিরা নানারকম চালাকির সুযোগ নিচ্ছে। জামিন আবেদনে লিখছে ১৭ নম্বর আদালতে শুনানি হবে। কিন্তু শুনানি করছে ১৩ নম্বর আদালতে। আমাদের অফিস খবর জানতে পারে না। যদি (সেল) এটা ট্র্যাকিং করতে থাকে, কোন কোর্টে কোন জঙ্গি মামলার শুনানি হবে এবং জরুরিভিক্তিতে যদি আমাকে জানানো হয়, অবশ্যই আমরা বা আমার সহকর্মীরা প্রবলভাবে বাধা দিতে পারি।'

জঙ্গিদের জামিনের ক্ষেত্রে এজাহার ও চার্জশিটের দুর্বলতার কথাও বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, 'জঙ্গিদের ব্যাপারে যখন এজাহার করা হয়, সেটা যদি ঠিকমতো করা না হয়, তাদের থেকে কী কী আলামত পাচ্ছে, সেটা সঠিকভাবে উল্লেখ করা হয় না। এছাড়া চার্জশিটও সঠিকভাবে দেওয়া হয় না, ফলে আইনের ফাঁকফোকরেই তারা জামিনের সুযোগ নিচ্ছে।'

জঙ্গি মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, 'বিচারিক আদালত যদি তাদের মৃত্যুদণ্ড দেন, তা কার্যকর হয় না যদি হাইকোর্ট সেটাকে বহাল না রাখে। সুতরাং আইন মোতাবেকই জঙ্গিদের বিচার হচ্ছে। আইন মোতাবেকই এগুলো নিষ্পত্তি হবে। যদি সুপ্রিম কোর্ট এসব রায় বহাল রাখে তাহলে তা কার্যকর হবে। সেজন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.