Sylhet Today 24 PRINT

গণপূর্তমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আগামী ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের এ আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে ছিলেন সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৭ সালের ২৫ নভেম্বর রমনা থানায় এ বিষয়ে একটি মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, তিন কোটি টাকা আত্মসাৎ ও সম্পদের তথ্য গোপন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ।

এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হাইকোর্টে আবেদন করেন। ২০০৮ সালের ২৭ আগস্ট হাইকোর্ট মামলা স্থগিত করেন। দীর্ঘদিন পর শুনানি শেষে আদালত রুল খারিজ করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.