Sylhet Today 24 PRINT

জঙ্গি আস্তানায় পাওয়া গেল ‘নীরবে হত্যার কৌশল’

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৬

বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গীর এক বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল, গুলি, জিহাদি বইসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য।

উদ্ধারকৃত জিহাদি বইগুলোর মধ্যে একটির নাম ‘নীরবে হত্যার কৌশল’। গুপ্তহত্যায় অংশ নেয়া জঙ্গিরা প্রশিক্ষণকালে ওই বই পড়ে আক্রমণের কৌশল আয়ত্ত করে।

টঙ্গীর আউচপাড়া এলাকায় মোক্তারবাড়ি রোডের ওই বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলীয় আমিরসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আউচপাড়া এলাকার মোক্তার বাড়ি রোডের জেসমিন আক্তারের বাড়ির চার তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই বাড়ি থেকে জেএমবির দক্ষিণ অঞ্চলের আমির মাহমুদুল হোসেন তানভিরসহ জেএমবির ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.