Sylhet Today 24 PRINT

গুলশান হামলা: নরসিংদী থেকে সন্দেহভাজন নারী আটক!

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৬

গুলশান হামলায় তদন্তে নরসিংদীর শিবপুর থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি)  সন্দেহভাজন এক নারীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এর আগে র‍্যাব প্রকাশিত ভিডিওতে দুই নারীকে সন্দেহভাজন হিসেবে দেখানো হয়েছিল।

আটক ঐ নারীর নাম রুমা আক্তার (২২) বলে জানিয়েছে তার পরিবার  তবে পুলিশ এখনো গণমাধ্যমকে আটকের খবর নিশ্চিত করেনি।

রুমা শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের কুপি গ্রামের মুক্তিযোদ্ধা দুধু শেখের মেয়ে।

আটককৃত রুমার বাবা দুধু বলেন , “সন্ধ্যায় বাড়ি থেকে আমার মেয়েকে আটক নিয়ে যায় ঢাকা থেকে আসা একদল ডিবি পুলিশ। গুলশান হামলায় জড়িত সন্দেহে আটকের কথা তারা আমাদের বলেছে।”


এর আগে গুলশান হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নে, তার বাড়ির তত্ত্বাবধায়ক এবং শেওড়াপাড়ার একটি বাড়ির মালিককে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১ জুলাই রাতে একদল জঙ্গি গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে উদ্ধার অভিযানে ছয় হামলাকারী নিহত হয়। ঐ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.