Sylhet Today 24 PRINT

জঙ্গি ইস্যুতে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৬

জঙ্গি হামলা-সংক্রান্ত ইস্যুতে গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি হামলার গুজব ছড়িয়ে যারা আতংক সৃষ্টি করতে চা্য়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গুলশান হামলার জড়িত জঙ্গিদের মদতদাতাদের বিষয়ে আরও তথ্য জানা গেছে। শিগগিরই তা জানানো হবে।

তিনি বলেন, এখন জঙ্গি হামলার গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করা হচ্ছে। যারা এসব করছেন তাদের জানা উচিত- এগুলো ফৌজদারী অপরাধ। তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আছাদুজ্জামান মিয়া জানান, হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর গুলশান-বনানীর কূটনৈতিক এলাকায় সব ধরনের গণপরিবহন বন্ধ করে চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.