Sylhet Today 24 PRINT

বন্ধ হল দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৬

সারা দেশে ছড়িয়ে থাকা দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ৯১টি ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। হাইকোর্টের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এম. সাইফুল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। মন্ত্রণালয়ের একই আদেশে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অবৈধ কার্যক্রম এবং সনদ বাণিজ্যের অভিযোগ এনে গত চার বছরে হাইকোর্টে কয়েক দফা রিট হয়। পরবর্তীতে আদালত বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম অবৈধ বলে রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির ৯১টি ক্যাম্পাসসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.