Sylhet Today 24 PRINT

গ্যাস ও বিদ্যুতের দাম আবারো বাড়ছে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৬

সরকার গ্যাস ও বিদ্যুতের দাম আবারো বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিটে অবকাঠামো ও শিল্প খাতের প্রস্তুতি শীর্ষক সেমিনার শেষে এ কথা জানান তিনি।

 বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বছর খানেকের মধ্যেই গ্যাসের দাম বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার। একই সঙ্গে বাড়ানো হবে বিদ্যুতের দামও। বিদ্যুতের ক্ষেত্রে আমরা বলব, ভবিষ্যতে আমরা কিন্তু যাব অ্যাডজাস্টমেন্টে। সুতরাং যারা বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের আরো বেশি সাশ্রয়ী হতে হবে।

সব প্রতিষ্ঠান লাভে থাকার পরও গ্যাসের দাম বাড়ানোর কারণ হিসেবে  প্রতিমন্ত্রী বলেন, আমাদের এলএনজি চলে আসছে ২০১৮ সাল থেকে। এতে ভবিষ্যতে কিন্তু জ্বালানি গ্যাসের দাম বেশি পড়বে। তাই আগের থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় তিনি আরো বলেন, দেশের তৃণমূল পর্যায়ের মানুষও এখন আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছে। কিন্তু এ খাতে আরো ভালো করতে তাদের কাছে বড় বাধা ইন্টারনেটের গতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.