Sylhet Today 24 PRINT

বামরা ভাঙতে ভাঙতে অণু-পরমাণুতে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারী বামপন্থি দলগুলোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন তিনি।

এই বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলনরতদের ‘উন্নয়নবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, উল্টো রাজনীতি করেন বামপন্থিরা।  

ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যা বিশ্ব ঐতিহ্য  সুন্দরবনের ক্ষতি করবে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলন করছে বাম দলগুলো।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে শেখ হাসিনা  বলেন, “বামরা বিশ্লেষণ করতে করতে অনু-পরমাণুতে পরিণত হয়েছে।

“তারা ভাঙতে ভাঙতে শূন্য থেকে অণু-পরমাণুতে পরিণত হয়েছে।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সামরিক শাসক জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “জিয়ার সাথে ঝুড়ি-কোদাল নিয়ে খাল কাটতে চলে গেল।”

ওই সময় বাম রাজনৈতিক দলগুলো জিয়াউর রহমানকে ‘ছাড়’ না দিলে যুদ্ধাপরাধীরা ক্ষমতায় বসতে পারত না বলেও মন্তব্য করেন তিনি।

“বামদের কাজ হল, উল্টো রাজনীতি করা,” বলেন শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.