Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ নির্মূলে নেতৃত্ব দিতে হবে শিক্ষকদের

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৬

জঙ্গিবাদ নির্মূলে শিক্ষকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার ( ৩১ আগস্ট) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশনে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। 

এদিকে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত কনভেনশনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা।

কনভেনশনে উপাচার্য বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করাই বড় কাজ। একাত্তরের মতো জঙ্গিবাদ মোকাবেলায় জাতি আজ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। আর এ কাজে নেতৃত্ব দিতে হবে শিক্ষকদের।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঞ্চলনায় এতে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,  প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.