Sylhet Today 24 PRINT

বখাটে ওবায়দুলকে নেয়া হচ্ছে ঢাকায়

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৬

স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল খানকে নীলফামারীর ডোমার থেকে নেয়া হচ্ছে ঢাকায়। আজ বুধবার দুপুরে ওবায়দুলকে নিয়ে পুলিশ সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এর আগে দুপুর ১২টার দিকে ডোমার থানায় এক ব্রিফিং শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাইক্রোবাসে তোলেন ওবায়দুলকে।

ওই ব্রিফিংয়ে নীলফামারীর পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান বলেন, পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় ওবায়দুলকে ধরা সম্ভব হয়েছে। তাঁকে ধরতে ডোমারের সোনারায় ও এর আশপাশের বাজারসহ বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রাত থেকেই অভিযান চালানো হয়। আজ সকালে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জাকির হোসেন খান ছাড়াও ডিএমপির রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক, র‌্যাব-১৩-এর সিইও মো. আতিক বক্তব্য দেন।

গত ২৪ আগস্ট রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে রিশার মৃত্যু হয়। এ ঘটনায় রিশার মা তানিয়া আহমেদ বাদী হয়ে ওবায়দুল খানের বিরুদ্ধে মামলা করেন।

এরপর আসামি ওবায়দুল খানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ওবায়দুলকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.