Sylhet Today 24 PRINT

‘অগ্রিম ব্যবস্থা গ্রহণ করলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশেই রোধ করা সম্ভব’

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

ভূমিকম্পের ভয়াবহতা রোধে সরকারের পাশাপাশি জনগণকেও অগ্রিম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া। সেই সাথে নিয়ম মেনে বহুতল স্থাপনা ও রাস্তাঘাট নির্মাণের আহ্বান জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে ভূমিকম্পে ‘ইমার্জেন্সি সিমুলেশন আর্থকোয়াক এক্সারসাইজ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্তণালয়ের সচিব মো. শাহ কামাল।

সিলেট, ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের অধিকাংশ জেলাই ভূমিকম্প ঝুঁকিতে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অগ্রিম ব্যবস্থা গ্রহণ করলে ক্ষয়ক্ষতি অনেকাংশেই রোধ করা সম্ভব। সরকার দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুত রাখা হয়েছে।

সেমিনার শেষে ৩ দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন মন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.