Sylhet Today 24 PRINT

‘খালেদার ওপর থেকে ফালুও মুখ ফিরিয়ে নিয়েছেন’

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

বিএনপি নেত্রী খালেদা জিয়া যে বিদেশিদের ওপর নির্ভর করেছিলেন, তারা তার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু বিদেশিরা নয়, জামায়াত ইসলামী ও নিজ দলের মোসাদ্দেক হোসেন ফালুও খালেদা জিয়ার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চ আয়োজিত ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘খালেদার থেকে বিদেশিরা যে মুখ ফিরিয়ে নিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর তার প্রমাণ।’  মন্ত্রী বলেন, ‘শুধু বিদেশিরা নয়, জামায়াত ইসলামী ও নিজ দলের মোসাদ্দেক হোসেন ফালুও খালেদা জিয়ার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।’

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সচিব পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গতকাল (মঙ্গলবার) পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে বৈঠকে পাকিস্তানের সচিবরা আসেন নি। কারণ, আদালত মীর কাসেমের রায় বহাল রাখায় তারা নীরব প্রতিবাদ জানিয়েছে।’

এ সময় তিনি পাকিস্তানের সমালোচনা করে বলেন,  ‘১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়। এ  দুর্যোগের কারণে ২০০ কোটি ডলার বিদেশি সাহায্য এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের স্টেট ব্যাংকে। যা পরে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ওই টাকাসহ পাকিস্তানের কাছে আমরা মোট ৩৫ হাজার কোটি টাকা পাবো।  আমরা এখন তা ফেরত চাই।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘গত ২৭ আগস্টের জন্মাষ্টমীর অনুষ্ঠানে তিনি গুলশান ও কল্যাণপুরের ঘটনাকে সরকারের সাজানো ঘটনা বলে মন্তব্য করেন। কিন্তু আমি খালেদা জিয়াকে বলতে চাই, সরকারের কী দায় পড়েছে যে এসব ঘটনা সাজাবে?’

গুলশানসহ সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি ও জামায়াত। আর এসবের মূল নেতা হচ্ছেন খালেদা জিয়া বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে মাদকও একটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ মন্তব্য করে শাজাহান খান বলেন, ‘বাঙালি সংস্কৃতিকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। তাহলে জঙ্গিবাদ ও মাদকের মতো অপশক্তি থেকে আমরা বের হয়ে আসতে পারবো।'

সংগঠনের আহ্বায়ক মো. নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিআইডাব্লিউটিএ-এর সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া, সংগঠনের সদস্য ওয়াহিদুজ্জামান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.