Sylhet Today 24 PRINT

সিলেট রুটের ট্রেনে দেয়া হবে নতুন কোচ : রেলমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৬

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সিলেট রুটের অন্য ট্রেনগুলোতেও নতুন কোচ দেওয়া হবে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পারাবত এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেসে নতুন কোচ এবং ব্রডগেজ কোচসহ একতা এক্সপ্রেস উদ্বোধনকালে মন্ত্রী একথা জানান।

রেলমন্ত্রী বলেন, রেলপথের উন্নয়নে বর্তমান সরকারের ৪৬টি প্রকল্প চলমান আছে। নতুন কিছু ইঞ্জিন কেনার একটি প্রকল্প চলমান আছে। ইঞ্জিন কেনা হলে পুরাতন ইঞ্জিনের জায়গায় সেগুলো যোগ করা হবে।

তিনি এসময় জানান, যদি ১৩ সেপ্টেম্বর ঈদ হয় তাহলে ঈদের আগের দিনের অগ্রিম টিকিট না তিয়ে স্বাভাবিক নিয়মেই বিক্রি হবে বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া থেকে আনা জাতীয় পতাকার লাল-সবুজ রঙের ১৬টি কোচ নিয়ে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে  ঢাকা থেকে সিলেট অভিমুখে যাত্রা করেছে পারাবত। এর মধ্যে দুটি কোচ শীতাতপ নিয়ন্ত্রিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.