Sylhet Today 24 PRINT

বাঁচানো গেলো না সেই নবজাতককে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

দাফনের আগ মুহূর্তে কেঁদে ওঠা ফরিদপুরের সেই নবজাতক গালিবা হায়াত আর নেই। রোববার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

স্কয়ার হাসপাতালের চিকিৎসক আবতাব ইউসুফ বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে নবজাতকের মৃত্যু হয়। সে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল।
নবজাতকের চাচা শামীমুল হক তালুকদারও মুঠোফোনে প্রথম আলোকে তার মৃত্যুর বিষয়টি জানান।

উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরিপ্রবাসী এক বাংলাদেশির সহায়তায় শনিবার বিকেলে ওই নবজাতককে হেলিকপ্টারে করে ঢাকা নেওয়া হয়।

এর আগে নবজাতকের চাচা শামীমুল হক তালুকদার চিকিৎ​সকের বরাত দিয়ে জানিয়ে​ছিলেন, শিশুটি বড় ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়েছে। রক্ত পরীক্ষার জন্য শিশুটির শরীর থেকে রক্ত নেওয়া হয়েছিল। রক্ত নেওয়ার সেই জায়গা থেকে রক্তপাত বন্ধ করা যাচ্ছে না।

গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে এই শিশুটির জন্ম হয়। শিশুটিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দাফনের সময় শিশুটি কেঁদে ওঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.