Sylhet Today 24 PRINT

আইভী-শামীমকে ঢাকায় জরুরি তলব

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৬

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় এমপি একেএম শামীম ওসমানসহ স্থানীয় পাঁচ নেতাকে জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকায় তলব করা হয়েছে। তাদের সঙ্গে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক করবেন।

রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের অনানুষ্ঠানিক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে বলা হয়েছে, মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী ও সোমবার সন্ধ্যা ৭টায় ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ নেতার সঙ্গে বৈঠক করা হবে। আইভী ও শামীম ওসমান ছাড়া অন্য তিন নেতা হলেন-দলের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আনোয়ার হোসেন, বন্দর সভাপতি আবদুর রশিদ এবং সিদ্ধিরগঞ্জ সভাপতি মজিবর রহমান।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভায় নাসিক নির্বাচনে মেয়রপদে এই তিন নেতার নাম সুপারিশ করা হয়েছিল। তবে কেন্দ্রীয়ভাবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে দ্বন্দ্ব-বিবাদ দেখা দিয়েছে।

তবে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, দলীয় একতা, সংহতি ও শক্তির বিষয়গুলো নারায়ণগঞ্জের নির্বাচনে সম্মিলিতভাবে প্রয়োগ করা হবে। নারায়ণগঞ্জে দলে কোনো বিভেদ নেই।

সভায় অন্যদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, রশিদুল আলম, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অ.) ফারুক খান, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর। বাছাই ২৬-২৭ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.