Sylhet Today 24 PRINT

পাকিস্তানী সেনাবাহিনীর গুলিতে বিএসএফ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৬

ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্তবর্তী রাজৌরি এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ভঙ্গ করল পাকিস্তান।

এদিকে নর্দার্ন কমান্ড অব ইন্ডিয়ান আর্মি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জানায়, ভারত এই গুলির জবাব দেবে।

এনডিটিভির খবরে জানানো হয়, ভারতীয় এক সেনা কর্মকর্তা বলেন, রাজৌরি সীমান্তে পাকিস্তানি সেনারা গুলি ছোড়ে। এতে চারজন সেনা আহত হয়েছেন।

তিনি আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনীকে পাল্টা জবাব দিচ্ছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় গোলাগুলি চলছে।

এক দিন আগে গত শনিবার নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরির নওশেরা ও সুন্দরবানি এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী মর্টার হামলায় বিএসএফের এক সেনা ও এক নারী আহত হন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.