Sylhet Today 24 PRINT

ঢাবি থেকে রাষ্ট্রদূতের হাতব্যাগ চুরি, টিভি ক্যামেরায় চুরির দৃশ্য

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্টদূত লিওনি মারগারিটা কুলেনারার হাতব্যাগ চুরি হয়েছে।  সোমবার বিকালে চারুকলা অনুষদের ভেতরের উন্মুক্ত স্থানে ওই অনুষ্ঠান থেকে হাতব্যাগটি চুরি হয়। চুরির দৃশ্য ধরা পড়েছে একটি টেলিভিশনের ক্যামরায়।

সময় টেলিভিশন ক্যামেরায় ধারণ করা দৃশ্য থেকে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, “চোর একটি ছেলে, তাকে চিহ্নিত করা গেছে। কিন্তু পরিচয় এখন পাওয়া যায়নি। ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছি।”

কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তি উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করতে আসেন নেদারল্যান্ডসের রাষ্টদূত।

তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ মূল্যবান জিনিস ও নথিপত্র ছিল বলে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রদর্শনী শুরুর ঘণ্টাখানেক পর বিকাল ৫টার দিকে রাষ্ট্রদূত নিজের আসনে রেখে ছেড়ে মোমবাতি জ্বালানোর জন্য সামনে এগোলে একটি ছেলেকে তার ব্যাগ নিয়ে পালাচ্ছে।

অধ্যাপক নিসার বলেন, “প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মোমবাতি প্রজ্জ্বলনের সময় উনি (রাষ্ট্রদূত) ব্যাগটি চেয়ার রেখে সামনে আসেন। এসময় ব্যাগটি চুরি হয়ে যায়।

“তবে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ছেলেটির ছবি দেখা গেছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.