Sylhet Today 24 PRINT

মিতু হত্যা : অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ ১৮ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৬

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় এহতেশামুল হক ভোলা ও মনির হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় দুজনের বিচার শুরু হলো।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে অস্ত্র মামলার অভিযোগ গঠন করা হয়।

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন মিতু। এ ঘটনায় আটক মোতালেব ও আনোয়ার নামের দুজন ২৬ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ২৮ জুন রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী ভোলা কলোনি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও রিভলভারসহ আটক করে ভোলা ও মনিরকে।

এ ঘটনায় ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এর পর আজ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.