Sylhet Today 24 PRINT

জঙ্গি ছেলের মৃত্যুতে আফসোস নেই মারজানের বাবার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৭

নিহত জঙ্গি মারজানের বাবা নিজাম উদ্দিন

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড ও নব্য জেএমবি নেতা মারজনসহ দুই জঙ্গি নিহত হয়েছে। মারজানের নিহতের খবরে পাবনায় তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। মা সালমা বেগম (৫০) ও দাদী পিয়ারুন্নেছা (৮০) মারজানের শোকে শয্যাশায়ী।

তবে ছেলের মৃত্যুতে আফসোস নেই মারজানের বাবা হোসিয়ারি শ্রমিক নিজাম উদ্দিনের। তিনি বলেন, মারজানের উপযুক্ত শাস্তি হয়েছে। আমার আফসোস নেই। কিন্ত সরকার মরদেহটা ফেরত দিলে নিজের গ্রামে ওকে দাফন করতে চাই।

টিভিতে নিউজ দেখে এবং পরে স্থানীয় পুলিশের মাধ্যমে মারজানের পরিবার জানতে পারে মারজান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে।

মারজানের বাবা বলেন, এত কষ্ট করে ছেলেকে লেখাপড়া করতে পাঠিয়েছি। সে ছেলে এই অপকর্ম করতে পারে, তা বিশ্বাস করতে পারছি না। ও অপরাধ করলে ওর উপযুক্ত শাস্তি হয়েছে।

তিনি বলেন, যারা ওকে এই পথে নিয়ে গেছে, আমি তাদেরও বিচার চাই।

এদিকে পাবনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ মারজানের বাড়ি পরিদর্শন করেছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.