Sylhet Today 24 PRINT

এমপি লিটন হত্যা : ছয়জন ৭ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৭

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ছয়জনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ জানুয়ারি) গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুর হাসান ইউসুফ এ আদেশ দেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ছয় আসামিকে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

এদিকে, লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদসহ সাতজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে সুন্দরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গত ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান এমপি লিটন। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.