Sylhet Today 24 PRINT

‘আম গাছে ছাগল’ : এনসিটিবির আর্টিস্ট বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৭

পাঠ্যবইয়ে ভুলের দায়ে বোর্ডের আর্টিস্ট কাম ডিজাইনার সুজাউল আবেদিনকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী একথা জানান।

তিনি জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গঠিত তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সুজাউলকে বরখাস্ত করা হয়।

বরখাস্তের কারণ হিসাবে জানা যায়, প্রথম শ্রেণির বাংলা বইয়ে 'শুনি ও বলি' পাঠে 'আ' অক্ষর দিয়ে লেখা হয়েছে, আম খাই। কিন্তু আম খাওয়া বোঝাতে একটি আম গাছের নিচের অংশে দুই পা তুলে একটি ছাগলের দাঁড়িয়ে থাকার ছবি দেয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার পাঠ্যপুস্তকে ভুলের জন্য প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

পাঠ্যপুস্তকে ভুল-ত্রুটি বিষয়ে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.