Sylhet Today 24 PRINT

তুরিনের গাড়িতে হামলার অভিযোগে থানায় মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে বহনকারী গাড়িতে হামলার ঘটনায় জড়িত দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।

নীলফামারী থেকে ফেরার পথে সোমবার গাইবান্ধার পলাশবাড়ীতে এ ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, সোমবার গভীর রাতে এসআই জোতিশ চন্দ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

“এতে ঘটনার পর গ্রেপ্তার হওয়া কিশোর ও তার এক সহপাঠীকে আসামি করা হয়েছে।”

পুলিশের ভাষ্য, বাবাকে দাফন করে নীলফামারী থেকে ফেরার পথে সোমবার গাইবান্ধার পলাশবাড়ীতে তুরিন আফরোজের গাড়িতে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই মোটরসাইকেলে ছিল দুই কিশোর। গ্রেপ্তার ওই কিশোরকে আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মজিবুর।

ঘটনার পর সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার তুরিন আফরোজ জানিয়েছিলেন, মোটরসাইকেলে দ্রুতগতিতে এসে দুইজন হামলা চালায়। হামলায় আমাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে। দুইজনের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যজন পালিয়ে গেছে।

উল্লেখ্য, ব্যারিস্টার তুরিন আফরোজের বাবা সাবেক কর কর্মকর্তা তছলিম উদ্দিন আহমেদ গত মঙ্গলবার মারা যান। নীলফামারীর জলঢাকার চাওরাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করে সোমবার ঢাকায় ফিরছিলেন তুরিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.