Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৭

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে বঙ্গভবনে এই আলোচনা শেষে বেরিয়ে আসার সময় বঙ্গভবনের ফটকে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  

ওবায়দুল কাদের বলেন, দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে নেতৃত্ব দিয়েছেন।

এর আগে বিকাল চারটায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছেন।  

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচটি ইমাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, ব্যারিস্টার আনিসুল হক, মোহাম্মদ জমির, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং ড. হাছান মাহমুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.