Sylhet Today 24 PRINT

বেসরকারি খাতেও পেনশন ভাতা চালু হবে : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি খাতেও আমরা অবসরকালীন পেনশন ভাতা চালুর উদ্যোগ নিয়েছি। তবে এতে একটু সময় লাগবে। আগামী বাজেটের আগেই এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হবে।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, "সরকারি চাকরিজীবীরা তাঁদের অবসরকালীন পেনশনের টাকা একবারে তুলতে পারবেন না। অবসর নেওয়ার পর সরকার নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করতে চাইলে ৫০ শতাংশের বেশি টাকা তোলা যাবে না।"

তিনি বলেন, "পেনশনের টাকা যাঁরা একবারে তুলেছেন, তাঁরা সুযোগ-সুবিধা পাবেন না। নতুন করে আমরা এ নিয়ম চালু করেছি।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.