Sylhet Today 24 PRINT

প্রথম চা মেলা শুরু বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৭

চা বাগান থেকে নেয়া কুঁড়ি কুঁড়ি পাতার ঝুড়ি থেকে ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা পর্যন্ত জুড়ে থাকা সুনিপুণ শিল্পের কারুকাজ কাব্য কীভাবে তৈরি হয় তার পেছনের গল্প জানাতে রাজধানীতে শুরু হচ্ছে চা মেলা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পুষ্পগুচ্ছ হলে শুরু হচ্ছে তিনদিনব্যাপী টি এক্সপো-২০১৭। বাংলাদেশ চা বোর্ড প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনী উদ্বোধন করবেন। এছাড়া উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ অনেকে।

প্রদর্শনী প্রথম দিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন এবং ১৬টি স্টল অংশ নিচ্ছে।

মেলায় অংশ নেয়ার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে এ ঠিকানায়

চা বোর্ড বলছে, মেলা সুবাদে ভোক্তাদের কাছাকাছি যেতে পারবে বাগানমালিকরা। ভোক্তারা দেখতে পারবে চায়ের মান ও তৈরি প্রক্রিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.